প্রশ্ন : ১। একজন মহিলা স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? ২। এবং তাকে ভরণপোষণ না দিলে সে কি স্বামীকে তালাক দিতে পারবে? বিস্তারিত জানালে উপকৃত হব? ধন্যবাদ।
উত্তর :১। স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী চার মাসের চেয়ে বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকবে না। তবে স্ত্রী সবর করতে পারলে তার অনুমতি সাপেক্ষে চার মাসের বেশি সময়ও থাকতে পারে।–রদ্দুল মুহতার ৩/২০৩; ফাতহুল কদীর ৩/৪৩৪
২। স্ত্রী স্বামীকে কখনোই তালাক দিতে পারে না। বরং শর্তসাপেক্ষে নিজের নফসের উপর তালাক গ্রহন করতে পারে। কাজেই স্বামী স্ত্রীকে তালাক গ্রহনের ক্ষমতা প্রদান করে থাকলে সেক্ষেত্রে স্ত্রী নিজের নফসের উপর তালাক গ্রহন করতে পারে।–বাইহাকী, আসসুনানুল কুবরা, হাদীস নং ১৫৫৭৪; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২২০৬