প্রশ্ন : আমাদের স্কুল, কলেজ থেকে যখন সার্টিফিকেট দেওয়া হয় তখন বয়স কমিয়ে দেওয়া হয় যা কিনা মিথ্যা। এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিলে আমার উপার্জন হালাল হবে কি? হালাল না হলে কি করনীয়?
উত্তর :সংশ্লিষ্ট চাকরির জন্য যোগ্য ও উপযুক্ত হলে এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে আদায় করলে বেতন তো হালাল হবে। তবে সার্টিফিকেটে বয়স কমানো স্পষ্ট মিথ্যা ও জঘন্যতম গোনাহের কাজ। এ থেকে বিরত থাকা জরুরী।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯৯১