প্রশ্ন : আসসালামু আলাইকুম, ফাজায়েলে আমালে কোরআন শরীফ হেফয করার একটি হাদীস আছে। সেখানে ১ম রাকাআতে সুরা ইয়াছীন, ২য় রাকাআতে সুরা দুখান, ৩য় রাকাআতে সুরা আলিফ লাম মীম সিজদাহ, ৪র্থ রাকাআতে সুরা মুলক পড়ার নিয়ম আছে। এখানে সূরার সিরিয়াল ৩৬, ৪৪, ৩২, ৬৭। আমি জানি যে, সূরার সিরিয়াল উল্টো পড়া মাকরূহ। তাহলে এখানে ৩২ নং (আলিফ লাম মীম সিজদাহ) সুরাটা কি উল্টো হলো না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তিরমিজী শরীফে হাদীসটি প্রশ্নোক্ত পদ্ধতিতে এলেও মুস্তাদরাকে হাকেমে ২য় রাকাআতে সূরা আলিফ লাম মীম সিজদাহ এবং ৩য় রাকাআতে সূরা দুখানের কথা রয়েছে। হতে পারে তিরমিজীর রেওয়ায়েতে কোন রাবী (বর্ণনাকারী) কর্তৃক এমনটি হয়ে গিয়েছে।–মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১১৯০; সুনানে তিরমিজী, হাদীস নং ৩৫৭০

Loading