প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার চাচা শ্বশুর আমার স্ত্রীকে প্রায় ২ বছর আগে আমাদের বিয়ে উপলক্ষে ১০০০০ টাকা হাদিয়া দেয়। এই টাকাটা আমার শ্বশুর আমার স্ত্রীকে নিতে বললে সে আমার শ্বাশুরির কাছে রেখে দিতে বলে। আবার আমার চাচা শ্বশুর ব্যাংকে চাকুরি করে আর চাচী শ্বাশুরি স্কুলে। সেই হিসেবে তাদের হালাল কামাইয়ের চেয়ে হারাম কামাই বেশি (আমার ধারনা মতে)। এখন আমার স্ত্রী টাকাটা নিতে চাচ্ছে সে নিতে পারবে কিনা? কারন টাকাটা যখন দেয় তখন সে নেসাব পরিমান সম্পদের মালিক ছিলো কিন্তু বর্তমানে নেসাব পরিমান টাকা নেই। অথবা আমি নিতে পারবো কিনা, আমার কখনোই নেসাব পরিমান সম্পদ ছিল না।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার স্ত্রীর নেসাব পরিমান সম্পদ না থাকলে তিনি তা ব্যবহার করতে পারেন। চাইলে আপনাকেও দিতে পারেন।– রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০,১২১

Loading