প্রশ্ন : Have no bangla fonts so,in English What is the calculation of DPS account balances zakat,(is it till last dated instalment or before last year)
উত্তর :যেদিন আপনার যাকাতের অর্থবছর পূর্ণ হবে সেদিন হিসাব করবেন। যেমন ধরুন আপনি শাবান মাসের ৫ তারিখে নেসাবের মালিক হয়েছেন। এখন পরবর্তী বছর শাবানের ৪ তারিখে আপনার নিকট অবস্থিত সম্পদের যাকাত আদায় করবেন। আর কখন নেসাবের মালিক হয়েছেন তা জানা না থাকলে আপনার সুবিধা অনুযায়ী একটি তারিখ নির্ধারণ করে প্রতি বছর সেই তারিখে যাকাত আদায় করতে থাকবেন। সেক্ষেত্রে হিসাবের চেয়ে কিছু বেশি দিবেন এবং ইস্তেগফার করবেন। আর ডিপিএসের ক্ষেত্রে আপনার জমাকৃত মূল টাকার যাকাত দিতে হবে। সূদ পুরোটাই সদকাহ করে দিতে হবে।
উল্লেখ্য যে, ডিপিএস করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫; তাবয়ীনুল হাকায়েক ২/৬২