প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্নগুলো হল ১। ইমামের পিছনে থাকাকালীন মুক্তাদী নামাযরত কোনো ভুল করলে/ওয়াজিব তরক করলে করণীয় কি? সালাম ফিরিয়ে কি সাহু সিজদাহ দিয়ে নামায শেষ করবে? না ইমামের অনুসরণ করে যাবে? ২। রমযানে আমলে কি পদ্ধতি অনুসরণ করা যায়? যাতে ব্যস্ত থাকলেও সময়ে বরকত করে নেওয়া যায়। ৩। হযরত আপনার সাথে কি দেখা করার সুযোগ আছে? ঢাকা কোথায় থাকেন? কবে ফ্রি থাকেন একটু বললে সুযোগ করে আপনার আপনার সান্নিধ্য গ্রহণ করতাম।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, সিজদায়ে সাহূ দিতে হবে না। বরং ইমামের অনুসরণ করে নামায শেষ করবে।–মারাকীল ফালাহ, পৃষ্ঠা ৪৬৪; আল বাহরুর রায়েক ২/১৭৭
২। চলতে ফিরতে তিলাওয়াত, যিকির-আযকার ইত্যাদি করে সময়কে কাজে লাগানো যায়। কাজের মাঝে ও ফাঁকেও বেশি বেশি যিকির-আযকার (যেমন ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহ এর যিকির) করা যায়।
৩। বর্তমানে ব্যস্ততা একটু বেশি। কিছুদিন পর হতে পারে।