প্রশ্ন : আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা আপনার উত্তম প্রতিদান দান করুন। আমার প্রশ্ন ছিল আমার মামার সম্পদ কিভাবে বন্টন হবে? তিনি জীবিত আছেন এবং আমার মামী আছেন তাহাদের একটি মেয়ে আছে এ ছাড়া আমার মামার তিন বোন জীবিত আছেন। অন্য কোন ওয়ারিশ নাই যেমন দাদা-দাদী, খালা বা ফুফু ইত্যাদি। তবে তার চাচাতো ভাই-বোন আছে এবং তাদের সন্তান আছে। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো আমার মামার মৃত্যূ পরবর্তী তাহার সম্পদ কিভাবে বন্টন হবে? জানালে উপকৃত হবো। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। ধন্যবাদ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
মৃত্যুর পরবর্তী সম্পদ বণ্টন মৃত্যুর পূর্বে কিভাবে বলা সম্ভব? যদি আপনার মামার পূর্বেই আপনার মামাতো বোন মারা যায়? তাহলে আপনার মামাতো বোনকে জীবিত ধরে আমি যে বণ্টন পদ্ধতি বলে দিব তা কি প্রয়োগ করা যাবে? কাজেই আগেই পেরেশান হবার কোন প্রয়োজন নেই। আপনার মামার মৃত্যুর পরেই ওয়ারিশগনের বিস্তারিত অবস্থা বলে মাসআলা জেনে নিবেন।

Loading