প্রশ্ন : Ami ak jon ke valobasi r sei meye tar bari ami je state thaki sei state er baire(Ami thaki W.B r meyeta thake Tripurate). Meyer bari theke amader somporkota mene nebe na. Meye tar baba maa k tar icche ta boleche j se kake biye korbe. But meye tar baba maa tar icchar biruddhe giye onno cheler sathe biye dite chaiche. Amon ki meye take onno cheler sathe biye deor jonno jor korche. Meye ta tar iccha baba maa ke bolar poreo unara onno cheler sathe biye dite chaiche. Akhon meye tar kortobbo ki?
উত্তর :ছেলে মেয়ের বিবাহ পূর্ব সম্পর্ক, প্রেম ইত্যাদি সম্পূর্ণ নাজায়েয ও হারাম। ছেলে যদি মেয়ের পরিবারের উপযুক্ত হয় তবে দুর্ঘটনা এড়াতে মেয়ের পিতামাতার তা মেনে নিয়ে বিবাহে সম্মতি দেওয়া উচিত। আর আপনি তাদের পারিবারিক স্ট্যাটাসের চেয়ে নিম্নমানের হলে বা সমকক্ষ হওয়া সত্ত্বেও মেয়ের পরিবার তা মেনে না নিলে আপনার পরিপূর্ণভাবে সরে দাঁড়ানো জরুরী। অনুরূপভাবে মেয়েরও পিতামাতার সিদ্ধান্ত মেনে নেওয়া কর্তব্য। আপনি ভবিষ্যতে কখনো কোন মেয়ের পিতা হলে তখন বেশ ভালোকরেই তা বুঝতে পারবেন। যদি আপনার মেয়ে আপনার আসম্মতিতে কারো সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তবে আপনার কেমন লাগবে? আপনি কি বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিবেন? কাজেই বিবাহ পূর্বক প্রেম ইত্যাদি নাফরমানীর কাজ ছেড়ে দিয়ে খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করুন।–সূরা মুমিনূন,আয়াত ৫-৭; সূরা নূর, আয়াত ৩০,৩১; মুসনাদে আহমাদ,হাদীস নং ১৭৭