প্রশ্ন : আসসালামু আলাইকুম, মাসজিদে সলাত শেষ করার পর যদি দেখি পিছনে (সোজাসোজি) একজন লোক সলাত আদায় করছে সে অবস্থায় ডান/বাম দিক দিয়ে যাওয়া যাবে?
উত্তর :হ্যাঁ, একেবারে বরাবর হলে কোন একদিকে সরে যেতে পারবেন। হাদীস শরীফে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। আর বরাবর থাকলে কোন একদিকে সরে যাওয়া অতিক্রম হিসেবে গণ্য হয় না। অবশ্য প্রয়োজন ব্যতীত এমনটিও না করা উত্তম।–ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪