প্রশ্ন : আসসালামু আলাইকুম মসজিদে জামাআতে নামায আদায় করার সময়- ১ম রাকাআতে রুকূতে যাওয়ার সময় যদি বায়ু বের হয়, এমন অবস্থায় কি করবো? মসজিদ পুরো ভরা, আর আমি দাড়িয়েছি ২য় কাতারে, বের হতে গেলে অনেক মুসল্লিকে ধাক্কিয়ে বের হতে হবে। ফজরের সময় বসে থাকলে ফজর শেষ দিকে হওয়ায় নামাজ না পাওয়ার সম্ভাবনা আছে। জুমআ ও অন্যান্য ওয়াক্তে নিয়মে পার্থক্য আছে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এমতাবস্থায় আপনি নাকে হাত দিয়ে প্রত্যেক কাতারের দুই মুসল্লীর মাঝখান দিয়ে বেরিয়ে যাবেন। এতে মুসল্লীদের কিছুটা ধাক্কা লাগলেও এর অনুমতি রয়েছে। উযূ করে পুনরায় জামাআতে শরীক হবেন। আর বের হওয়া খুব বেশী কঠিন বা অসম্ভব হলে ঐ জায়গায় নামাযের নিয়ত ছেড়ে দিয়ে বসে পড়বেন। সব নামাযের ক্ষেত্রেই একই হুকুম। আর ফজরের জামাআতের পরেও কমপক্ষে ১৫/২০ মিনিট সময় পাওয়া যায়। যাতে অনায়াসে উযূ করে নামায আদায় করা যায়।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২২২; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৪৫২,৪৫৩; রদ্দুল মুহতার ১/৫৯৯-৬০২