প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) ঘোড়া, খরগোশ, পাখি, কাকড়া, কচ্ছপ, ব্যাঙ খাওয়া কি হারাম ? ২) ঘোড়া, খরগোশ, পাখি, বিড়াল এবং কুকুর এর (বিক্রির জন্য) ব্যবসা করা যাবে ? ৩) খরগোশ এবং পাখি শৌখিনতার জন্য বাসায় পোষা যাবে কি ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। ঘোড়ার গোশত খাওয়া মাকরূহ। অনুরূপভাবে কাকড়া, কচ্ছপ ও ব্যাঙ খাওয়া জায়েয নেই। সকল প্রকার খরগোশ খাওয়া জায়েয। আর পাখির ক্ষেত্রে যে সব পাখী পাঞ্জা দ্বারা শিকার করে বা যেগুলো শুধুই নাপাক খায় সেগুলো খাওয়া জায়েয নেই।–সহীহ মুসলিম, হাদীস নং ৫১০৩; সুনানে নাসাঈ, হাদীস নং ৪৩৪২; ইলাউস সুনান ১৭/১৪৩-১৫২; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৪; বাযযাযিয়া ৩/৩৫৭; আহসানুল ফাতাওয়া ৭/৪০৭
২। ঘোড়া, খরগোশ ও পাখি বিক্রি করা জায়েয। আর যেসব কুকুর থেকে উপকৃত হওয়া যায় (যেমন শিকার, পাহারা ইত্যাদি) সেগুলো বিক্রি করা জায়েয। অনুরূপভাবে বিড়ালও বিক্রি করা জায়েয।–সুনানে নাসাঈ, হাদীস নং ৪৩০৬; ইমাম নববী, শরহে মুসলিম ১০/২৩৩; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৪৯৩-৫০০; রদ্দুল মুহতার ১৯/২৭৮ (শামেলা)
৩। হ্যাঁ, যাবে। তবে শর্ত হল তাকে কোন কষ্ট দিবে না এবং তার খাবারের ব্যাপারে যত্নবান হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৬২০৩; মিরকাতুল মাফাতীহ ৪/৬৪