প্রশ্ন : ১। ফজরের ফরজ নামাযের পূর্বে সুন্নত পড়তে না পারলে কখন সুন্নাত আদায় করবো? ২। ফজরের ফরজ নামাযের কতক্ষন পর্যন্ত সুন্নাত আদায় করা যায়?
উত্তর :১। সূর্যোদয়ের পরে আদায় করবে। যদিও তা ক্বাযা করা জরুরী নয়।–মাজমাউল আনহুর ১/১৪২; বাদায়েউস সানায়ে ২/২৭৪
২। যদি সুন্নাত আদায় করে জামাআতে দ্বিতীয় রাকাআতের রুকু পাওয়া যাবে বলে মনে হয় তবে সুন্নাত পড়বে অন্যথায় নয়।
উল্লেখ্য যে, ফজরের জামাআত শুরু হওয়ার পর সুন্নাত পড়তে চাইলে মসজিদের কোন পিলারের আড়ালে অথবা বারান্দায় অথবা ঘরে পড়বে অন্যথায় ছেড়ে দিবে।–রদ্দুল মুহতার ২/৫৬,৫৭; আল বাহরুর রায়েক ২/১৩১; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৩৯৬