প্রশ্ন : আসসালামু আলাইকুম ইমামের সাথে দুই এক রাকাআত পাইনি। ইমাম সাহেবের সাথে ভুলে সালাম ফিরিয়ে ফেলেছি। এখন কি করণীয় হবে? এক দিকে ফিরালে কি করণীয় এবং দুই দিকে ফিরালে কি করণীয়? একজন বলেছে ইমামের সাথেই যদি ফিরাই তবে সাহুসেজদা দিতে হবে না? কথাটি সঠিক কি? বিস্তরিত জানালে উপকৃত ও কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ইমাম ডান দিকে সালাম ফিরানোর সময় যখন আস সালামু এর মীমে পৌঁছে যদি মুক্তাদী তখনি স্মরণ আসার পর থেমে যায় অথবা ইমামের পূর্বেই সালাম ফিরিয়ে ফেলে তবে সিজদায়ে সাহু দিতে হবে না। এর বিপরীতে সকল সূরতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তাই ইমামের উপরোক্ত শব্দ উচ্চারণের সময় মুক্তাদী না থামলে বা এর পরে সালাম ফিরালে (চাই একদিকে ফিরায় বা উভয়দিকে) সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর মুক্তাদী সাধারণত ইমামের পরেই সালাম ফিরিয়ে থাকে। তাই এক্ষেত্রে মুক্তাদীর উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েই যায়।–রদ্দুল মুহতার ২/৮২,৮৩; বাদায়েউস সানায়ে ১/৪২২; আল বাহরুর রায়েক ২/১৭৬