প্রশ্ন : কেউ একজন! কোন এক মেয়েকে না দেখে মোবাইলে প্রেমে পড়ে যায়। প্রেমে অন্ধ হয়ে না দেখেই কন্ঠের করনে অনেক ভালোবেসে ফেলে। অনেক সময় অনেক কথাই বলে ফেলতো। যা কবীরা / শিরক হয়ে যেত। এক সময় সে তাবলীগের মেহনত করে এবং তার সাথে আর কোন যোগাযোগ করেনি। পরে বাবা মায়ের পছন্দের মেয়েকে বিবাহ করে। এক সময় সে ফাতওয়ায়ে রহমানিয়া কিতাবে তালাক অধ্যায় পরে সন্দেহে পড়ে যায় যে, সে ঐ মেয়েকে কখনো এমন কোন কথা বলেছে কিনা যে, “আমি যদি তোমাকে ছাড়া অন্য কোন মেয়েকে বিবাহ করি, তাহলে সে তালাক”? বর্তমানে তার একটা মেয়ে আছে। এখন তার মনে প্রশ্ন হলো এই সন্দেহের দ্বারা কোন ক্ষতি হবে কি? জানালে উপকৃত হব।

উত্তর :

না, নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র সন্দেহের দ্বারা আপনার বর্তমান স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।–রদ্দুল মুহতার ৩/২৮৩; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১০/৩৭

Loading