প্রশ্ন : আসসালামু আলাইকুম।১।অনেক দিন আগে আমি একজনের একটা ইমেইল আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করে আমার করে নেই।এখন তার সাথে আর যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাচ্ছি না কিভাবে মাফ চাইবো?২।হাশরের মাঠে কারো ঋণের বদলা কত টাকায় কত রাকাঅাত কবুল নামাজ দিতে হবে?৩।৭,৮ বছর বয়সে যদি কারো কোনো ক্ষতি তার জন্যও কি মাফ চেয়ে নিতে হবে?ভাই আপনার মোবাইল নং টা আমার ইমেইল এ দিলে খুব উপকৃত হতাম।যদি কিছু মনে না করেন
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। প্রথমে তার ইমেইল একাউন্টে প্রদেয় তথ্যের ভিত্তিতে (যেমন মোবাইল নম্বর) বা অন্য কোন ভাবে (যেমন ইনবক্সের কোন মেইল হোল্ডারের সাথে যোগাযোগ করে তার তথ্য নিয়ে) তাকে খুঁজার চেষ্টা করবেন। তাকে কোনভাবে পেয়ে গেলে তার নিকট মাফ চেয়ে নিবেন এবং তার জরুরী কোন ডকুমেন্ট থেকে থাকলে তাকে ফিরিয়ে দিবেন। সে যদি মেইল একাউন্টটি তাকে হস্তান্তর করতে বলে তবে তা-ই করবেন। আর যদি তাকে না-ই পাওয়া যায় তবে খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করে নিবেন এবং তার জন্য দুআ করবেন। -রদ্দুল মুহতার ৬/৪১১
২। কুরআন হাদীসে নির্দিষ্ট করে বলা নেই।
৩। জরুরী নয়।