প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১.হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে স্পর্শ লাগার সময় অন্তর কেঁপে উঠলে যদি শুধু সহবাসের (কিন্তু কাউকেই সঙ্গি হিসেবে কল্পনা না করলে) চিন্তা আসে,তবে কি হুরমাত সাব্যস্ত হবে? নাকি যার সাথে স্পর্শ লেগেছে তাকে নিয়ে সহবাসের চিন্তা আসলে হুরমত সাব্যস্ত হবে?২. হুরমাতে মুসাহারাত এবং মেয়েদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের অনুমতির ব্যাপারে অন্য মাযহাবের মত অধিক গ্রহণযোগ্য মনে হলে,সে মত কি গ্রহণ করা যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, যার সাথে স্পর্শ লেগেছে তাকে নিয়ে সহবাসের চিন্তা আসা জরুরী নয়। বরং শরীরের মধ্যে কামভাব আসাই যথেষ্ট।
২। না, যাবে না।
সুত্রসমূহঃ মাজমাউল আনহুর ১/৩২৬, ৩২৭; আল বাহরুর রায়েক ৩/১৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৪; ফাতহুল কদীর ৩/২১৯