প্রশ্ন : আমার ইসলামী ব্যাংক ভোলা শাখায় 2011 সালে একটি সেভিংস একাউন্ট খুলেছিলাম। খোলার পর 1000 টাকা প্রথম জমা রেখেছিলাম। তারপর এই পর্যন্ত কোন লেনদেন করিনি। গত 23/07/17 ইং তারিখে যাচাই করে দেখলাম একাউন্ট এখনো একটিভ আছে। 1000 টাকার জায়গায় 1200 টাকা হয়েছে। আমি একজন ছাত্র আমাকে ব্যাংক কারেন্ট একাউন্ট খুলে দিবে না। এখন আমার কি উক্ত সেভিংস একাউন্ট এ টাকা রাখা জায়েয হবে? আমার কি করা উচিত? জানালে খুশি হব।
উত্তর :না, জায়েয হবে না। যদি একান্ত খুলতেই হয় তবে যে কোন ভাবে কারেন্ট একাউন্ট খুলতে হবে। আমিও তো ছাত্র অবস্থায় ট্রেড লাইসেন্স ছাড়াই কারেন্ট একাউন্ট খুলেছিলাম।একটু চেষ্টা ও অনুরোধ করলেই কারেন্ট একাউন্ট খুলতে পারবেন।– (রদ্দুল মুহতার ৫/২৭২; নাইলুল আউতার ৫/১৫৪; মুফতী শফী রহ.আহকামুল কুরআন ৩/৭৪; সূরা মায়েদা,আয়াত ২; জাওয়াহিরুল ফিকহ ২/৪৫৩; ফিকহী মাকালাত ৩/৩৯)।