প্রশ্ন : আমি অনেকের কাছে দেনা আছি আবার অনেক লোকের কাছে আমিও অনেক টাকা পাওনা আছি । এখন যদি এসব লেনদেন ক্লিয়ার নাকরে আমার জীবনের যবনিকা হয়ে যায় তাহলে আল্লাহপাক কাল কেয়ামতের ময়দানে আমার ব্যাপারে কি ফায়সালা দিতে পারেন ?
উত্তর :ঋণ পরিশোধ না করে মৃত্যুবরন করলে তার ভয়াবহ পরিণতির কথা হাদীস শরীফে বর্ণিত হয়েছে। যেমন (১) মৃত্যুর পরে মুমিন ঋণের দায়ে আবদ্ধ থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। -সুনানে তিরমিজী, হাদীস নং ১০৭৮। (২) কেউ যদি আল্লাহ্র রাস্তায় শহীদ হয় এরপর আবার তাকে জীবিত করা হয় এবং আবার সে শহীদ হয় তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়।- সুনানে নাসাঈ, হাদীস নং ৪৬৯৮। (৩) কারো উপর ঋণ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জানাজা পড়াতে চাইতেন না।–সহীহুল বুখারী, হাদীস নং ২২৯৫।
এছাড়াও আরো বিভিন্ন ধমকির কথা হাদীসে এসেছে।তাই আপনি ঋণের ব্যাপারে যত্নবান হয়ে তা আদায়ে সচেষ্ট হোন।