প্রশ্ন : আসসালামু আলাইকুম,আমার প্রশ্নটি হচ্ছে –তাহাজ্জুদের সঠিক সময় রাতের শেষ তৃতীয়াংশ বলে জানি,কিন্তু এ সময়টা ঠিক কতটা থেকে কতটা পর্যন্ত কিভাবে বুঝব?উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে ভাল হয়।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ধরুন সন্ধ্যা ৬ টায় সূর্য অস্ত যায়। আর ভোর সাড়ে ৪ টায় ফজরের ওয়াক্ত শুরু হয়। তাহলে উভয়ের মধ্যবর্তী সময় হল সাড়ে ১০ ঘণ্টা। এই সাড়ে ১০ ঘণ্টাকে এবার তিন ভাগ করুন। শেষের তিন ভাগ রাত ১ টায় শুরু হয় এবং সাড়ে ৪ টায় শেষ হয়।আর এটাই হল তাহাজ্জুদের উপযুক্ত সময়।–সহীহ মুসলিম, হাদীস নং ১৮১০।