প্রশ্ন : ইদের নামাজে প্রথম রাকাতের তাকবীরে যাওয়ায়েদ ছেড়ে দিলে তার হুকুম কি?
উত্তর :আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে ভুলবশত ইমামের তাকবীরগুলো ছুটে গিয়েছে।এই ভিত্তিতেই উত্তর দেওয়া হল।আপনার উদ্দেশ্য ভিন্ন হলে পুনরায় প্রশ্ন করার অনুরোধ রইল।
ইমাম থেকে প্রথম রাকাআতের তাকবীরে যাওয়ায়েদ (অতিরিক্ত তাকবীর) ভুলবশত ছুটে গেলে যদি কিরাআত শেষ হবার পূর্বে মনে পড়ে তবে তাকবীর বলে পুনরায় কিরাআত পড়বে। আর যদি কিরাআত শেষ হবার পরে মনে পড়ে তবে অতিরিক্ত তাকবীর ছেড়ে দিবে।এক্ষেত্রে সিজদায়ে সাহু ওয়াজিব হবার কথা। কিন্তু ফুকাহায়ে কেরাম ঈদের নামাযে সিজদায়ে সাহু ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।– রদ্দুল মুহতার ২/১৭৩, ২/৯২; ফাতাওয়া উসমানী ১/৫৫৩; আহসানুল ফাতাওয়া ৪/১২৬; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৫/১৪৯।