প্রশ্ন : একজন হাজী সাহেব ইন্তেকালের সময় ১ স্ত্রী, ৫ কন্যা, ১ বোন এবং ৪ ভাতিজা ও ২ ভাতিজি রেখে গেছেন। এমতাবস্থায় মীরাছ বন্টন পদ্ধতি কি?

উত্তর :

প্রথমে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ হতে তার কাফন-দাফনের ব্যবস্থা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার কোন ঋণ থাকলে তা পরিশোধ করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার কোন বৈধ ওছিয়ত থাকলে তা পূরা করা হবে। এরপর অবশিষ্ট সম্পদ প্রশ্নে উল্লেখিত ওয়ারিশগণের মধ্যে নিম্নলিখিত পদ্ধতিতে শতকরা হারে বণ্টন করা হবে-

১। স্ত্রী ১২.৫ %

২। প্রত্যেক কন্যা ১৩.৩৩%(১৩.৩৩×৫=৬৬.৬৫%)

৩। বোন ২০. ৮৩%

এক্ষেত্রে ভাতিজা ও ভাতিজী বঞ্চিত হবেন।– সূরা নিসা, আয়াত ১১,১২; রদ্দুল মুহতার ১০/৫১৬।

Loading