প্রশ্ন : ফাজায়েল আমল বইয়ে ৭০০০০ কালেমার পরার ফযিলত লেখা আছে কতটকু সত্য জানতে চাই।-নাসিম ইসলাম,মতিঝিল, ঢাকা

উত্তর :

এটা বুজুর্গদের অভিজ্ঞতা মাত্র। বেশী থেকে বেশী এটাকে শর্তসাপেক্ষে জায়েয বলা যেতে পারে। কেউ যদি জরূরী, সুন্নাত বা মুস্তাহাব মনে না করে পড়ে তবে জায়েয।কেননা মূল কালেমা তো খুবই অর্থবহ। আর তা পাঠ করাতে হাদীস শরীফে অনেক বড় ছাওয়াব প্রদানের ওয়াদাও রয়েছে। কাজেই কেউ যদি তা বেশ কিছু সংখ্যক বার পড়ে ফেলে তবে তো সে ছাওয়াবের একটা বড় অংশ পেয়েই যাবে এতে কোন সন্দেহ নেই। হ্যাঁ, সুন্নাত মনে করে পড়লে তা বিদআত হবে।

Loading