প্রশ্ন : আসসালামুআলাইকুমযোহরের নামাযের প্রথম ৪ রাকাত সুন্নাত ফরজের জামাতের আগে না পড়তে পারলে পরে পড়তে হবে কি?দলিল ভিত্তিক জবাব দিলে খুশী হব।

উত্তর :

যোহরের ফরজ নামাজের পূর্বে ৪ রাকাআত সুন্নাত পড়তে না পারলে ফরজের পরে প্রথমে ২ রাকাআত সুন্নাত পড়বে।অতঃপর ছুটে যাওয়া উক্ত ৪ রাকাআত সুন্নাত পড়ে নিবে।রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি করতেন।
عن عائشة أن النبي صلى الله عليه و سلم كان إذا لم يصل أربعا قبل الظهر صلاهن بعده
অর্থঃআয়েশা (রাঃ) থেকে বর্ণিত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের (ফরজ) নামাজের পূর্বে ৪ রাকাআত(সুন্নাত) পড়তে না পারলে তা পরে পড়ে নিতেন।–সুনানে তিরমিজী হাদীস নং ৪২৬, সুনানে ইবনে মাজাহ হাদীস নং ১১৫৮, মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদীস নং ৬০২৬, এলাউস সুনান ৭/১৩৭-১৩৮।

Loading