প্রশ্ন : আমার একজন ঘনিষ্ট বন্ধু একটা প্রাইভেট ফার্মে জব করে। তাকে প্রতিনিয়ত অফিসের প্রয়োজনে বাহিরে যেতে হয় এবং অফিস তার রিকশা বাবদ যাতায়াত খরচ বহন করে। কিন্তু সে রিকশা দিয়ে না গিয়ে পায়ে হেটে উক্ত কার্য সম্পাদন করে থাকে এবং অফিস থেকে পরিশোধ করা অর্থ তার জন্য রেখে দেয়। আমার প্রশ্ন হলো এই টাকা তার জন্য হালাল হবে কিনা?

উত্তর :

না, উক্ত টাকা তার জন্য হালাল হবে না। পায়ে হেঁটে গিয়ে রিক্সার বিল সাবমিট করা জায়েয হবে না। অতীতের টাকাগুলা অফিসে ফেরত দিয়ে আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবে। আর ভবিষ্যতে একাজ থেকে বিরত থাকবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৬০৯৪; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪৮২; শারহুল মাজাল্লাহ ২/২৬৫; আদ্দুররুল মুখতার ৯/২৯১; আল-মাবসুত লিসসারাখসী

Loading