প্রশ্ন : আমাদের এলাকায় কিছু ওয়াক্তিয়া নামাযের মসজিদ রয়েছে, যেগুলোতে সাধারণত জুমার নামায পড়া হতো না। এখন যেহেতু মসজিদে গিয়ে জুমার নামায পড়া সরকারিভাবে নিষেধ, আমরা কি ঐ ওয়াক্তিয়া মসজিদে কয়েকজন মিলে কি জুমা পড়তে পারবো? আমাদের তো জুমা পড়ানোর লোক রয়েছে,দয়া করে দলিল দিয়ে বলবেন এবং ফকীহদের ফতোয়া সহ জানাবেন।
উত্তর :হ্যাঁ, কমপক্ষে ইমামসহ চারজন হলে আর খুতবা দেওয়ার উপযুক্ত লোক পাওয়া গেলে আপনারা ওয়াক্তিয়া নামাযের স্থানে জুমুআর নামায আদায় করতে পারেন।–রদ্দুল মুহতার ২/১৩৮; বাদায়েউস সানায়ে ১/৫৮৪, ৫৮৫; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৫৫১; আলবাহরুর রায়েক ২/২৪৭; ফাতাওয়া মাহমূদিয়া ৮/৫৩