প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার কয়েকটা প্রশ্ন আছে। কিছুদিন আগেও এই প্রশ্নগুলি করেছিলাম কিন্তু উত্তর পাইনি তাই আবার করছি। কষ্ট করে উত্তর দিলে খুব উপকার হবে। ১। আমরা কিছুদিনের মধ্যেইএকটা ফ্ল্যাটে উঠতে যাচ্ছি। ফ্ল্যাটটি প্রায় দেড় বছর যাবত খালিই আছে, কেউ বসবাস করেনি। গত কয়েকমাস ধরে মিস্ত্রি কাজ করছে তবে রাতে থাকেনি কেউ। শুনেছি এভাবে খালি থাকলে নাকি জ্বীনের বসবাস শুরু হয়। এই অবস্থায় আমরা কি করতে পারি? বাসায় ওঠার আগে কোন আমল করে নিব? নিজেরাই করবো নাকি কোন আলেম ডেকে করাবো? ২। আমি জ্বীন ছাড়া অন্য কোন ভুত প্রেত মানি না, তবে একা থাকলে প্রায়ই ভয় পাই। ভয় না পাওয়ার জন্য কোন আমল করতে পারি? ৩। আমি মানুষের সাথে দুর্ব্যাবহার করি, খুব চেষ্টা করছি নিজেকে সামলানোর তবে প্রায়ই রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। নিজের চারিত্রিক উন্নতির জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া চাবো আর কি আমল করবো?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। কিছুই করার প্রয়োজন নেই। তবে বরকতের জন্য কোন আলেম দিয়ে দুআ করিয়ে নিতে পারেন। আর বাসার উঠার পর নিয়মিত কুরআন তিলাওয়াত করবেন। কোন সমস্যা হবে না ইংশাআল্লাহ।
২। প্রত্যেক নামাযের পর সূরা ইখলাছ, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিবেন। এমনিভাবে তিনবার করবেন। আর প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবেন।-সুনানে নাসায়ী, হাদীস নং ১৩৩৫; জামে তিরমিজী, হাদীস নং ২৮৭৯
৩। রাগ এলেই আউযুবিল্লাহ পড়ুন। উযূ করে নিন। দাঁড়ানো থাকলে বসে যান। বসা থাকলে শুয়ে পড়ুন।
আর কোন হক্কানী আল্লাহ ওয়ালার সাথে ইসলাহী সম্পর্ক কায়েম করুন। সব ঠিক হয়ে যাবে ইংশাআল্লাহ। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ সংক্রান্ত কিছু আল্লাহ ওয়ালাদের নাম পেয়ে যাবেন-