প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, কারো শরীরে যদি বীর্য (পানির মতো) লেগে যায় তবে তা ধুয়ে পবিত্রতা অর্জন করে নামায আদায় করতে হয়, কিন্তু ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সময় কম থাকলে বীর্যের শুকনো অবস্থা নিয়ে শুধু ওজু বা তায়াম্মুম করে নামায আদায় করা যাবে কি? জাযাকাল্লাহ।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, গোসল করে তারপরই নামায পড়তে হবে।