প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মহিলা হয়ে কি আমি বদলি হজ্জ বা উমরাহ্ করতে পারব কিনা? করা গেলে তখন আমার কি করণীয়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, পারবেন। তবে আপনার সাথে অবশ্যই কোন মাহরাম থাকতে হবে। বদলী হজ বা উমরা আদায়ের আলাদা কোন নিয়ম নেই। তবে ইহরাম বাঁধার সময় যার পক্ষ থেকে হজ বা উমরা আদায় করা হচ্ছে তার পক্ষ থেকে ইহরাম বাঁধতে হবে। আর হজ বা উমরার বিস্তারিত নিয়ম কানুন আপনি মুফতী মানসূরুক হক সাহেব রচিত কিতাবুল হজে পেয়ে যাবেন।–সহীহুল বুখারী, হাদীস নং ১৮৫২; সহীহ মুসলিম, হাদীস নং ২৭৫৩