প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে: মেয়েদের মাসে যে ঝতুস্রাব হয় এটা যদি এক মাসেই দুবার হয়ে যায় অথবা যদি ৭ দিনের বেশি থাকে তাহলে নামাযের ক্ষেত্রে তখন কি করণীয়? মাসে দুবার হলে কি দুবারই নামায বাদ যাবে নাকি ২য় বার হলে সেটা অসুখ হিসেবে গণ্য হবে তখন সে অবস্থায় নামায আদায় করা যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
দুই হায়েযের মাঝে যদি কমপক্ষে পনের দিন পবিত্রতা থাকে এবং রক্ত কমপক্ষে তিন দিনের বেশী থাকে তবে উভয় রক্ত হায়েয গণ্য হবে। যদিও তা এক মাসেই হয়ে থাকে। এক্ষেত্রে উভয় হায়েযে নামায পড়া যাবে না। আর যদি পনের দিন পবিত্রতা অতিক্রান্ত হবার পূর্বেই পুনরায় রক্ত এসে যায় বা পনের দিন পরেই আসে তবে অভ্যাসের বিপরীত তিন দিনের কমেই রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তা ইস্তিহাযা বা রোগ গণ্য হবে। এক্ষেত্রে নামায আদায় করতে হবে।–আদ্দুররুল মুখতার ১/২৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭