প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। সেদিন আমি যোহরের নামাযের সময় চার রাকাআত নামায শেষ করে শেষ বৈঠকে ঘুমিয়ে পড়েছিলাম, এরপর কিছুক্ষণ পরে হঠাৎ সজাগ হয়ে আত্তাহিয়্যাতু এবং দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করি। এমতাবস্থায় আমার নামায আদায় হবে কি? জাযাকাল্লাহ্।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তিন তাসবীহ পরিমাণ ঘুমিয়ে থাকলে সিজদায়ে সাহূ ওয়াজিব হয়েছিল। সেক্ষেত্রে নামাযটি পুনরায় পড়ে নিতে হবে। আর তিন তাসবীহের চেয়ে কম পরিমাণ সময় ঘুমিয়ে থাকলে নামায হয়ে গিয়েছে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; বাদায়েউস সানায়ে ১/৬৯১

Loading