প্রশ্ন : আস সালামু আলাইকুম ভাই। ১। মা-বাবার বিরুদ্ধে যেয়ে দাড়ি রাখলে অবাধ্যতার গুনাহ হবে কিনা? ২। আর তাদের এই কথা মেনে যদি দাড়ি কেটে ফেলি তাহলে গুনাহের ভাগিদার কি তারা হবেন? My parents force me to clean .Please give me answer soon.
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, অবাধ্যতার গুনাহ হবে না। কেননা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোন বান্দার বাধ্য হওয়া যাবে না। রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ
অর্থঃ আল্লাহ তাআলার নাফরমানীতে কোন আনুগত্য নেই। আনুগত্য কেবল নেক কাজের মধ্যে।–সহীহুল বুখারী, হাদীস নং ৭২৫৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬২৭
২। সেক্ষেত্রে গুনাহের ভাগীদার সকলেই হবেন।