প্রশ্ন : আমার কিছু প্রশ্ন আছে, দয়া করে উত্তর দিবেন।এটা আমার জন্য উপকারী হবে। ১। খেলাধুলা কি হারাম। ২।আমি কি খেলা দেখতে পারব?এর হুকুম কী ? ৩।আমি যদি খেলাধুলায় অংশগ্রহণ করি (যেমনঃ অর্থনৈতিক অংশগ্রহণ, সাহায্য ইত্যাদি) তাহলে এটা আমার জন্য কেমন হবে?

উত্তর :

১।শরয়ী সীমারেখার ভেতরে থেকে খেলাধুলা শরীআত অনুমোদন করে।বরং ক্ষেত্রবিশেষে উৎসাহিতও করে থাকে।নিম্নলিখিত শর্তশাপেক্ষে খেলাধুলা করা জায়েযঃ

ক। খেলা দ্বারা দ্বীনী বা দুনিয়াবী কোন ফায়েদা উদ্দেশ্য থাকতে হবে।
খ। উদ্দেশ্য শরীরচর্চা হবে হার-জিত নয় । অনুরূপভাবে পেশা হিসেবে না খেলা ।
গ। হাদীসে যে খেলাগুলোর ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে সেগুলো না হতে হবে।যেমনঃ দাবা,পাশা, কবুতরবাজী , প্রাণীর লড়াই ইত্যাদি ।
ঘ। সতর না খোলা।
ঙ।জুয়া বা বাজির সন্নিবেশ না ঘটা।
চ।অঙ্গহানীর আশংকা না থাকা।
ছ। নারী-পুরুষের অবাধ মেলামেশা না হওয়া।
জ।গান-বাদ্য ও যে কোন ধরনের হারাম বা গুনাহের কাজ সংযুক্ত না হওয়া।
ঝ। ফরজ ,ওয়াজিব ও ওয়াজিব কোন হকের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি না করা। যেমনঃ নামাজ বা তার উপরে অর্পিত জরুরী কোন দায়িত্ব অবহেলা করা।
ঞ। উদ্দেশ্যহীন শুধু সময় কাটানোর জন্য না খেলা।
ট।শরীআতের যে কোন হুকুম লঙ্ঘন হওয়া।
ঠ।কাফেরদের অনুসরণ ও অনুকরণ না হতে হবে।
উপরে উল্লেখিত শর্তসাপেক্ষে খেলাধুলা করা জায়েয।
(সূত্রসমূহ –সূরা মুমিনূন, আয়াত -৩,বাদায়েউস সানায়ে ৪০৬/৬,এমদাদুল মুফতীন পৃ:১০০১)।
২। উপরে উল্লেখিত শর্তসাপেক্ষে যে খেলাধুলা করা হয় তা মানসিক অবসাদ দূর করার জন্য দেখা যেতে পারে।তবে এর জন্য ঘণ্টার পর ঘণ্টা বা দিনের পর দিন কাটিয়ে দেওয়া কোন অবস্থাতেই জায়েয নেই ।আর বর্তমান প্রেক্ষাপটে টেলিভিশন যে কোন খেলা দেখা সর্বাবস্থায় নাজায়েয।
৩। যে সব শর্তসাপেক্ষে খেলাধুলা করা জায়েয যদি সেগুলো মেনে খেলাধুলা করা হয় তবে সেক্ষেত্রে আপনি সহযোগিতা বা অংশগ্রহণ করতে পারেন।

Loading