প্রশ্ন : ১। গাড়ীর লাইসেন্স করার জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়। নিজ জেলার পুলিশ প্রশাসনের কাছে এই কাজ করতে হয়। কিন্তু তারা এই কাজ সহজে করে দিতে চায় না। ঘুরায় দেরি করায় কিন্তু কিছু টাকা দিলে সহজে করে দেয়। এখন প্রশ্ন হলো আমি কি টাকা দিয়ে কাজটি করে নিলে কী বৈধ হবে? ২। গাড়ীর লাইসেন্স করার জন্য কাগজ জমা দিবার পর কিছু পুলিশ তদন্ত করার জন্য বাড়িতে যায়, বর্তমান পরিস্থিতি এমন যে, তাদের যদি কিছু টাকা না দেওয়া হয় তারা ব্যক্তি সম্পর্কে ভালো তথ্য দিতে চায় না তাই আমি কি তাদের টাকা দিতে পারব?

উত্তর :

১+২। এগুলো সব ঘুষের অন্তর্ভুক্ত। আর ঘুষ দেওয়া ও নেওয়া লানতের কাজ। তবে নিজের কোন বৈধ হক ঘুষ ব্যতীত অর্জন না হলে খেত্রবিশেষে ঘুষ দেওয়া যায়। কিন্তু ঘুষ নেওয়া সর্বাবস্থায় হারাম। কাজেই যদি এমন হয় যে, ঘুষ না দিলে তারা রিপোর্ট ভালো দেয় না বা কার্য সিদ্ধি হয় না তবে ঠেকাবশত ঘুষ দেওয়া যেতে পারে। আর ঘুষ ছাড়াই কোনভাবে কাজটি হয়ে গেলে সেক্ষেত্রে ঘুষ দেওয়া জায়েয হবে না।-রদ্দুল মুহতার ৫/৩৬২; আল বাহরুর রায়েক ৬/৪৪১

Loading