প্রশ্ন : জনাব, আমি জানতে চাই যে, অন্যেৱ কন্ঠস্বৱ নকল করা জায়েয আছে কি না? জায়েয হলে কেন হবে? আর স্বৱ নকল করে ওয়াজ-গজল ইত্যাদি গাওয়া জায়েয আছে কি?
উত্তর :এখানে দুই সূরত। একটা হল, নিজে ব্যক্তিগতভাবে মানসিক অবসাদের জন্য গাওয়া। এতে কোন সমস্যা নেই। আরেকটি হল, বাণিজ্যিকভাবে অন্যের কণ্ঠ বা সূর নকল করে গাওয়া। এটা জায়েয নেই।