প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। আমরা জানি যে, পিতা মাতার সকল সম্পত্তি তাদের মৃত্যুর পর ছেলে মেয়েরা এক ছেলে=দুই মেয়ে এই হারে পায়। কিন্তু পিতা মাতা যদি তাদের জীবদ্দশায় তাদের বিষয় সম্পত্তি জমি জমা ছাড়া শুধু জমানো টাকা ছেলে মেয়ে উভয়কেই সমান হারে দিয়ে যায় তাহলে কি ছেলের হক নষ্ট করা হবে? যেখানে মা বাবা তাদের সকল খরচ নিজেরাই বহন করে ছেলেকে তাদের ব্যায়ভার বহন করতে হয় না। এ ক্ষেত্রে মা বাবা কি তাদের নগদ টাকা সব ছেলে মেয়েকে সমান ভাবে ভাগ করে দিয়ে যেতে পারবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, এক্ষেত্রে ছেলে মেয়ে সকলকে সমান করে দেওয়াই কর্তব্য। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন।
http://muftihusain.com/ask-me-details/?poId=1539