প্রশ্ন : সোনা, রুপা, টাকা ও অন্যান্যতা মিলিয়ে যদি নেসাব পরিমান সম্পদের সমান হয় তাহলে যাকাত ফরজ হবে? নাকি প্রত্যেকটি আলাদা নিসাব পরিমান হতে হয়।
উত্তর :হ্যাঁ, সবগুলো মিলিয়ে নেসাব পরিমাণ হলে (অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ হলে) বছরান্তে যাকাত ফরজ হবে। প্রত্যেকটি আলাদা করে নেসাব পরিমাণ হওয়া জরুরী নয়।