প্রশ্ন : হযরত আমার জানার বিষয় হল, আমার বড় ভাই আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ফজরের আযান চলাকালীন সাহরী খেয়েছেন। এখন আমার জানার বিষয় হল বড় ভাই কি সারা দিন রোযা রাখবে নাকি পরে কাযা আদায় করবে? নাকি কাযা কাফফারা উভয়টা আদায় করতে হবে?  জানিয়ে বাধিত করবেন!

উত্তর :

উক্ত রোযা পরবর্তীতে ক্বাযা করতে হবে। আর ঐ দিন রোযার সন্মানে ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে।

Loading