প্রশ্ন : আমি কাঠের মধ্যে শুয়ন করি। আমার শরীরের ঘামে কাঠ ভিজে যায়। আমি এই কাঠের উপরে নামায পড়ি। আমার নামায কি হবে নাকি হবে না?

উত্তর :

হ্যাঁ, হবে। মানুষের শরীরের ঘাম নাপাক নয়। তবে যদি আপনার শরীরে বাহ্যিক কোন নাপাকী থেকে থাকে আর তা ঘামের দ্বারা উক্ত কাঠে লেগে যায় তবে সেখানে নামায পড়া যাবে না।–আল বাহরুর রায়েক ১/৩৪৮; মাবসূতে সারাখসী ১/১৩৮

Loading