প্রশ্ন : স্বামী স্ত্রী যদি সাবলম্বী হয়, আর স্বামী যদি বউ এর কোন ভরন পোষন না দেয়। (৬মাস যাবৎ) স্বামী জানে যে বউ নিজের টাকাতেই চলতে পারে, (২ জন অন্য জেলায় বসবাস করে মাসে ১ বার ৪/৫ দিন এক সাথে বসবাস করে) সেক্ষেত্রে বিবাহতে কোন সমস্যা হবে কি? স্ত্রী কি হারাম হয়ে যাবে?
উত্তর :না, সমস্যা হবে না। এর দ্বারা স্ত্রী হারাম হয় না।
উল্লেখ্য যে, স্ত্রীর ভরণপোষণ সর্বদাই স্বামীর উপর জরুরী। তবে যদি স্ত্রী নিজের সামর্থ্য থাকায় ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে জানার বিষয় হল স্ত্রী অন্য জেলায় কি জন্য থাকে? যদি তার স্বামীর বাড়ি হয় তবে তো ঠিক আছে। আর যদি স্ত্রী চাকরি বা কোন পেশার কারণে অন্য জেলায় বসবাস করে তবে তা খুবই জঘন্য কথা। একান্ত অপারগতা ব্যতীত মহিলাদের জন্য বাইরে বের হওয়া নিষেধ। এমনকি জামাআতে নামায পড়ার জন্য মহিলাদের মসজিদে গমন করাও নিষেধ। সেখানে ভরণপোষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরে বের হওয়া কতটা জঘন্য তা বলাই বাহুল্য। মহিলাদের দায়িত্ব হল তার ঘর সামলাবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, বাচ্চা লালন পালন করবে ইত্যাদি।