পান করার সুন্নাত সমূহ
১। ডান হাতে পান করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৮৬; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৫২২৯)
২। বসে পান করা। বিনা ওযরে দাঁড়িয়ে পান না করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৯৩; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭১৯)
৩। পাত্র যদি এমন হয় যার ভিতরে নযরে আসে না তবে তাতে মুখ লাগিয়ে পান না করা। কেননা পাত্রে কোন বিষাক্ত বা ক্ষতিকর প্রানী থাকতে পারে। (সহীহুল বুখারী, হাদীস নং ৫৬২৭; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭২১২)
৪। পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান না করা। (সহীহুল বুখারী, হাদীস নং ৫৬২৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭২৪)
৫। তিন শ্বাসে পান করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৫৪০৬; সুনানে তিরমিজী, হাদীস নং ১৮৮৪)
৬। প্রত্যেক শ্বাসের শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদু লিল্লাহ বলা। (আল-মু’জামুল কাবীর, ত্বাবারানী, হাদীস নং ১০৪৭৫; আল-মু’জামুল আউসাত, ত্বাবারানী, হাদীস নং ৮৪০)
৭। পানির পাত্রে শ্বাস না ছাড়া এবং ফুঁক না দেওয়া। (সহীহুল বুখারী, হাদীস নং ৫৬৩০; সুনানে তিরমিজী, হাদীস নং ১৮৮৭)
৮। চুষে পানি পান করা। পাত্রে মুখ না লাগিয়ে গিলে পান না করা। (সুনানে বাইহাক্বী, হাদীস নং ১৭৮, ১৫০৫৫; আল-মু’জামুল কাবীর, ত্বাবারানী, হাদীস নং ১২৪২)
৯। পানি পান করে এই দুআ পড়া-
الحَمْدُ لله الَّذِي سَقَانَا عَذْباً فُرَاتاً بِرَحْمَتِهِ وَلَمْ يَجْعَلْهُ مِلْحاً أُجَاجاً بِذُنُوبِنَا
(হিলয়া, আবু নুআইম, হাদীস নং ১১৯২৪; শুআবুল ঈমান, বাইহাক্বী, হাদীস নং ৪৪৭৯)
১০। পানীয় পান করে কাউকে দিতে হলে ডান দিকের ব্যক্তিকে আগে দেওয়া। অতঃপর পর্যায়ক্রমে ডান দিক দিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত পৌঁছান। (সহীহুল বুখারী, হাদীস নং ৫৬১৯; সহীহ মুসলিম, হাদীস নং ৫৪০৮)
১১। যে পাত্র থেকে হাত দিয়ে পানি নিয়ে উযূ করা হয়, সে পাত্রে উযূর পর অবশিষ্ট যে পানি থাকে তা অথবা তার কিয়দাংশ দাঁড়িয়ে পান করা। (সহীহুল বুখারী, হাদীস নং ৫৬১৬; সুনানে নাসায়ী, হাদীস নং ১৩৬)
১২। যমযমের পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা। অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ عِلْماً نَافِعاً وَرِزْقاً وَاسِعاً وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ
(সহীহ মুসলিম, হাদীস ৬৪০২; সুনানে দারাক্বুতনী, হাদীস নং ২৭৭০, ২৭৬৮)
১৩। দুধ পান করার পর এই দুআ পড়া-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ
(সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭৩২; সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৫৫)
১৪। দুধ ব্যতীত অন্য কোন পানীয় পান করার পর এই দুআ পড়া-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
(মুসনাদে আহমাদ, হাদীস নং ২৫৬৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭৩২)
১৫। যে পান করাবে তার সর্বশেষে পান করা। (সহীহ মুসলিম, হাদীস নং ১৫৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ১৮৯৪)