প্রশ্ন : আমি একজন practicing মুসলিম। আমি সব ফরজ নামায মসজিদে পড়ার চেষ্টা করি। সাথে সুন্নাত নামাযও সাধ্যমত পড়ার চেষ্টা করি। ফরয রোযাও কখনও মিস হয়নি। আমি মোটামুটি সাধ্যমত ইসলামের নিয়ম কানুন মানার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় গত কয়েক বছর যাবত আমি সিমাহীন বাজে জীবন যাপন করছি। যার দরুন আমি এমন সব মন্তব্য করেছি বা কাজ করেছি আমার মনে হয় আমি কাফির হয়ে গেছি। এখন আমার কি করনীয়?

উত্তর :

হতাশ হবার কিছুই নেই। সবকিছু থেকে তাওবা করে পুনরায় আল্লাহ তাআলার পরিপূর্ণ অনুগত বান্দা হয়ে যান। আশপাশের কোন আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়া করুন। তার নিকট আপনার হালাত বিস্তারিত তুলে ধরুন। ভবিষ্যতে এধরনের কোন খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। আর আপনি কি ধরনের কথাবার্তা বলেছিলেন তা না জেনে পরিপূর্ণভাবে হুকুম বলা সম্ভব নয়। কাজেই সেগুলো জানালে সে ব্যাপারে মাসআলা দেওয়া সম্ভব। আমার মনে হয় আপনার মধ্যে কিছুটা ওয়াসওয়াসা কাজ করছে। তাই আপনি নিম্নোক্ত লিঙ্কের ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলো দেখলে উপকার হবে ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask_category/%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE/
বিশেষ করে নিম্নোক্ত লিঙ্কটি অবশ্যই দেখবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354

Loading