প্রশ্ন : আমি আমার বাবা মা কে হজ করানোর মান্নত করি। এ বছর আমি তাদের হজ করাবো। আমার ছোট ভাই মাকে হজ করাবে নিয়ত করেছে। তাই সে বলছে যে, এবার খরচ যা হবে তার দুই ভাগ আপনি দেন এক ভাগ আমি দেই। আগামী বছর খরচের দুই ভাগ আমি দিব এক ভাগ আপনি দিবেন। আমি জানতে চাই, ওকে শরীক নিলে আমার মান্নাত পুরো হবে কিনা?
উত্তর :যদি আপনি মান্নত করে থাকেন তবে উভয়ের পরিপূর্ণ খরচ আপনাকে দিতে হবে। প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে মান্নত পূরা হবে না।