প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ফরজ গোসল ছাড়া এমনিতে গোসল করতেন? আমাদের দেশে যেমন এমনিতেই দৈনিক গোসল করে থাকে? ২। দৈনিক এমনিতে গোসল করলে প্রায় ২-৩ বালতি পানি খরচ হয়, তাতে কি অপচয় হবে? নাকি এমনিতে গোসল করবো না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, করেছেন।–সহীহুল বুখারী, হাদীস নং ১৮৪০

২। গোসলে কতটুকু পানি ব্যবহার করা হবে শরীয়ত তা নির্ধারণ করে দেয়নি। যতটুকু পানি ব্যবহার করা প্রয়োজন অপচয় না করে ততটুকু ব্যবহার করা জায়েয। চাই তা ১ বালতি বা দুই বালতি যা-ই হোক না কেন।–সুনানে তিরমিজী, হাদীস নং ৫৬; দরসে তিরমিজী ১/২৬২

Loading