প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। কোন কোন কাজ করলে গোসল ফরজ হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

নিম্নোক্ত কারনে গোসল ফরজ হয়-

১। যৌন সম্ভোগ করার দ্বারা স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হয়। স্বামীর লিঙ্গের অগ্রভাগ অর্থাৎ খতনার স্থানটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করা দ্বারাই গোসল ফরজ হয়। চাই বীর্যপাত হোক বা না হোক। অনুরূপভাবে কেউ স্ত্রীর পেছনের রাস্তায় প্রবেশ করালেও (যদিও তা জঘন্যতম গোনাহ) গোসল ফরজ হবে।

২। কোন কারনে শাহওয়াতের সাথে বীর্য বের হলে।

৩। দিনে বা রাতে স্বপ্নদোষের কারনে বীর্যপাত হলে। চাই স্বপ্ন স্মরণে থাকুক বা না থাকুক। তবে শরীরে বা কাপড়ে বীর্যের আলামত না পাওয়া গেলে গোসল ফরজ হবে না।

৪। মহিলাদের হায়েয বন্ধ হওয়ার পর। অনুরূপভাবে নেফাসের রক্ত বন্ধ হলেও গোসল ফরজ হয়।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৪; বাদায়েউস সানায়ে ১/২৮৩

Loading