প্রশ্ন : আসসালামু আলাইকুম। কেউ রাগের মাথায় তার স্ত্রী কে বলল, আল্লাহ্র কসম তোমার বাবা না আসলে তুমি বাপের বাড়ি যেতে পারবে না। বা আল্লাহার কসম তোমার বাবা-মা না আসলে তোমার বাপের বাড়ি পাঠাবো না। এই কসম কি হবে? যেহেতু রাগের মাথায় দিয়েছে। কসম হলে এর কাফফারা কি হবে? কতজনকে, কি দিতে হবে? টাকায় কত হবে? বিস্তারিত জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, উক্ত কসম সংঘটিত হয়েছে। উক্ত ব্যক্তির স্ত্রীর বাবা মা যদি না আসে এবং সে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় তবে তার কসম ভঙ্গ হওয়ায় কাফফারা ওয়াজিব হবে।
কসমের কাফফারা হল দশজন মিসকীনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। অথবা দশজন মিসকীনকে প্রত্যেককে একেকটি করে ফেতরা পরিমাণ (৭০ টাকা) দিয়ে দিবে। একদিনেই একজনকে দশটি কাফফারার টাকা দিলে একটি কাফফারা আদায় হবে।–সূরা মায়েদাহ, আয়াত ৮৯; আল বাহরুর রায়েক ৪/৩১৬; আললুবাব ফি শারহিল কিতাব ৩/১০৮