প্রশ্ন : আসসালামু আলাইকুম, তারাবীহ এর নামায কি জামাআতের সাথে পড়া জরুরী? বাসায় একা পড়লে কি গুনাহগার হবে? উল্লেখ্য অনেক হাফেজের তেলাওয়াত কিছুই বোঝা যায় না, শুধু দাঁড়িয়ে থাকতে হয়।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
মসজিদে জামাআতের সাথে আদায় করা সুন্নাত। কোন ওযরের কারনে বাড়িতে পড়া যায়। বিনা ওযরে বাসায় একাকী পড়া খেলাফে সুন্নাত। তবে কোথাও যদি হাফেয সাহেব এত দ্রুত পড়েন যে, কিছুই বুঝা যায় না সেক্ষেত্রে অন্য কোন ব্যবস্থা না থাকলে বাড়িতেই পড়া উচিত।–রদ্দুল মুহতার ২/৪৫; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/২০০

Loading