প্রশ্ন : السلام عليكم ورحمة الله….. দাসী রাখার প্ৰথা কি এখনো বহাল আছে? না তার হুকুম রহিত হয়ে গেছে? রহিত না হলে, এখন দাসী রাখা যাবে কি না? একটু বিস্তারিত দলীল সহকারে জানালে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাআলা আপনার ইলমে বরকত দান করুন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
না, হুকুম রহিত হয়নি। এ প্রথা ফিরে আসতে পারে। দাসী অর্থ এই নয় যে, গরীব কোন মেয়েকে বা যাকে ইচ্ছা দাসী করে রাখলাম। বরং যদি কখনও ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হয় এবং কাফেরদের সাথে যুদ্ধ হয় তখন মুসলমানদের বিজয় হলে এ প্রথা ফিরে আসতে পারে।
উল্লেখ্য যে, অনেকেই বর্তমানে কাজের মেয়েদেরকে দাসী মনে করে তাদের সাথে সে রকম আচরণ করে থাকে। যা সঠিক নয়। স্বাধীন কাউকে দাসী বানানো জায়েয নয়।