প্রশ্ন : তিলাওয়াতে সিজদা কি? তা জানেও না বুঝেও না + জানার কিংবা বুঝার আগ্রহীও নয়, এমন পথিক তিলাওয়াতে সিজদার আয়াত শুনলে কিংবা পড়লে তার উপর তিলাওতে সিজদা কি ওয়াজিব হবে?

উত্তর :

হ্যাঁ, ওয়াজিব হবে। তবে সে যদি এটা না জেনে থাকে যে, তিলাওয়াতকারী সিজদার আয়াত তিলাওয়াত করেছে সেক্ষেত্রে সে মাযূর গণ্য হবে।
সিজদার আয়াত শুনলে সিজদাহ দিতে হয় এই ইলম থাকা জরুরী। এমনিতে না জানা চরম অপরাধ এরপরেও বুঝতে আগ্রহী না হওয়া আরো জঘন্যতম অপরাধ। এই দ্বীন জানা ও মানার জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/৬৮

Loading