প্রশ্ন : যারা চেয়ারে বসে নামায আদায় করে, তাদের দেখা যায় সিজদার সময় দু-হাত মাথার সামনে চলে যায়। অর্থাৎ হাটু অতিক্রম করেও হাত ৫/৬ ইঞ্চি সামনে চলে যায়। তাদের কি নামায হয়? আমার জানা মতে সিজদার সময় কোনক্রমেই দূ-হাত মাথার সামনে যাবে না।
উত্তর :হ্যাঁ, নামায তো হয়ে যাবে। তবে হাত সামনের দিকে বাড়িয়ে দেওয়া নিয়ম নয়। বরং বৈঠকে যেমন রাখা হয় তেমনি রাখবে। ইশারায় সিজদাহ করার সময় রুকুতে যতটুকু ঝুঁকবে তার চেয়ে একটু বেশি ঝুঁকবে।- রদ্দুল মুহতার ২/৯৮; আলবাহরুর রায়েক ২/১১৩