প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, রোযাবস্থায় মুখ থেকে রক্ত থুথুর সমপরিমান বা তার বেশি হলে তা যদি কন্ঠনালীতে না পৌঁছে এবং পানি দিয়ে কুলি করার পর রক্ত বন্ধ হয়ে যায়, তবে কি রোযা ভঙ্গ হয়ে যাবে? জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
কন্ঠনালীতে না পৌঁছালে রোযা নষ্ট হবে না।–রদ্দুল মুহতার ২/২০২,২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪

Loading